বিজ্ঞপ্তি :

বিটিআরসির অনুমোদন ব্যতীত অথবা লাইসেন্সবিহীন কোন রেডিও সেট ব্যবহার করবেন না, রেডিও বা ওয়াকি টকি ব্যবহারের ক্ষেত্রে বিটিআরসির বৈধ লাইসেন্সের নির্দেশনা মেনে চলুন। কল সাইন ও সার্টিফিকেট পাওয়ার পর এনওসি পাওয়ার জন্য সরাসরি বিটিআরসির সাথে যোগাযোগ করুন। এন ও সি বা সেট আমদানির জন্য কোনরকম টাকা-পয়সা বা আর্থিক লেনদেন করার প্রয়োজন নেই আপনি নিজেই সহজে তা করতে পারবেন, বিটিআরসির আইন মেনে আবেদন করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারো সহযোগিতা নিন । মনে রাখবেন এসব ব্যাপারে কারো সাথে আর্থিক কোন লেনদেন করবেন না। ব্যক্তিগত কোন লেনদেনকে কোনভাবেই সংগঠনের সাথে সম্পৃক্ত করবেন না। এ ব্যাপারে সংগঠন কোনো রকম দায় নিবে না।

ARSB VIDEO SECTION

Scroll to Top