আজ ১১ ই মার্চ ২০২৫ বাংলাদেশ ডিএক্স ক্লাব দেশের সকল হ্যাম দেরকে নিয়ে একটি ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেছিলেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশের অনেক জ্যেষ্ঠ হ্যাম ভাইরা উপস্থিত ছিলেন।
ইফতার শুরুর আগে সদ্য প্রয়াত হ্যাম অপারেটর আরিফ হাসান S21EJ রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়েছেন দেশের প্রথম প্রজন্মের হ্যাম অপারেটর জনাব আনোয়ারুল ইসলাম (S21L), জনাব মঞ্জু (S21AM) , জনাব কায়সার (S21SK), আরো অনেকে।
বাংলাদেশ ডিএক্স ক্লাবের পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল ফাহাদ (S21AF)। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গল কামনা করেন।
Post Views: 142