অ্যামেচার রেডিও বিষয়ে প্রশিক্ষণ

অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ ARSB’ র উদ্যোগে অ্যামেচার রেডিও  বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। অ্যামেচার রেডিও র বিভিন্ন অধ্যায় নিয়ে অনলাইনে এবং ফিজিকাল দুই স্তরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এরই প্রথম পর্যায়ে Amateur Radio Operations part 1  আগামী ০৯ মার্চ ২০২৪ শনিবার  রাত ২০:৩০ মিনিটে  অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

আগ্রহীদের রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে আগামী ৭ ই মার্চের ২০২৪ মধ্যে জমা করার অনুরোধ জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।

*** রেজিস্ট্রেশান বন্ধ হয়ে গেছে

 

মিটিং লিঙ্ক আগামী কাল ৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে এখানে পেয়ে যাবেন , মিটিং এর জন্য আপনার মোবাইল বা ডেক্সটপ কম্পিউটার এ মাইক্রোসফট টিম আপস থাকতে হবে । এছাড়া এখানে যে লিঙ্ক পাবেন সেটি থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন । মিটিং শুরু হবে রাত ৮;৩০ থেকে সবাই অবশ্যই রাত ৮:৪৫ এর ভিতর লগিন করবেন ।

Scroll to Top