গত ২৪ শে নভেম্বর শুক্রবার দেশে প্রথমবারের মতো সরাসরি বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের একজন প্রতিনিধি অনলাইনে সংযুক্ত হন বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরদের সাথে এবং অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। অনুষ্ঠানে সকল অ্যামেচার রেডিও অপারেটরদের এনওসিও ও বৈধ সেট ব্যবহারে উৎসাহিত করা হয় এবং এর সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত ভাবে তুলে ধরা হয়, এতে প্রচুর সংখ্যক সদ্য পাস করা হ্যাম অংশগ্রহণ করে, তাদেরই অনুরোধে এর অংশবিশ্বাস তুলে ধরা হলো।
Post Views: 351