অ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি এবং এনওসি

গত ২৪ নভেম্বর শুক্রবার অ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি এবং এনওসি গ্রহণের পদ্ধতি বিষয়ক একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। এমেচার রেডিও সোসাইটি বাংলাদেশ এআরএসবির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রায় শতাধিক নতুন ও পুরনো হ্যাম রেডিও অপারেটরগণ যুক্ত হয়েছিলেন।

এআরএসবি সভাপতি জনাব তৌফিক রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটারি কমিশনের স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক জনাব খালিদ বিন মেহফুজ। তিনি BTRC থেকে অপেশাদার লাইসেন্স প্রাপ্তি ও বেতার যন্ত্র ক্রয়ে NOC গ্রহণের সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য এবারই প্রথমবারের মতো সরাসরি বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের কর্মকর্তা অনলাইনে সংযুক্ত হন অ্যামেচার রেডিও অপারেটরদের সাথে এবং অংশ নেন প্রশ্নোত্তর পর্বে। অনুষ্ঠানে সকল অ্যামেচার রেডিও অপারেটরদের এনওসিও ও বৈধ সেট ব্যবহারে উৎসাহিত করা হয়।

Scroll to Top