অদ্য বিটিআরসি তরঙ্গ বিভাগের সম্মানিত মহাপরিচালক মহোদয় এবং উক্ত বিভাগের পরিচালক মহোদয় সহ কর্মকর্তা বৃন্দের সাথে ARSB এর নির্বাহী কমিটির এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্যে সাক্ষাতে মহাপরিচালক মহোদয় এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে শতভাগ শৃঙ্খলা মেনে পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। মহাপরিচালক মহোদয় নতুন পরীক্ষার্থী ও পুরোনো লাইসেন্স প্রাপ্ত সবাইকে আইনকানুন অনুযায়ী লাইসেন্সের ব্যাবহার এবং বিজ্ঞান মনস্ক উন্নত সু নাগরিক হয়ে দেশের সেবায় নিয়োজিত হতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন যে বর্তমানে এ্যামেচার রেডিও কে আরো আধুনিক ও যুগোপযোগী করার কার্যক্রম চলমান,যা অল্প সময়ে দৃশ্যমান হবে। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বাংলাদেশের সকল এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্ত দের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।