এতদ্বারা সকল হ্যাম বন্ধুদের জানানো যাচ্ছে যে ARSB নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সদস্য যুক্ত করা হচ্ছে না। অতি শীঘ্রই ARSB এর সদস্যদের নবায়ন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে । এ ব্যাপারে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কোন আর্থিক লেনদেন বা সদস্য চাঁদা কাউকে দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে বিস্তারিত উল্লেখ পূর্বক এই ইমেল এ [email protected] পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।
তৌফিক রহমান (S21DT)
সভাপতি
অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ (ARSB)
Post Views: 865