OSCAR কনভেনশনে ARSB সদস্যদের যোগদান।

গত ২৩ সেপ্টেম্বর ২৩, অনুষ্ঠিত অস্কার অ্যামেচার রেডিও কনভেনশন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অনুষ্ঠিত হওয়া এই কনভেনশনে অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশের সদস্যরা অংশগ্রহণ করেন।
ভারতের টেলিযোগাযোগ দপ্তর সহায়তায় দুই দিনের অস্কার অ্যামেচার রেডিও কনভেনশনে বাংলাদেশ ছাড়াও আমেরিকা-ইউরোপ থেকে বেশ কিছু সংখ্যক হ্যাম রেডিও অপারেটরগন এবং স্কুল কলেজ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছেন।
অস্কার অ্যামেচার রেডিও কনভেনশনে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ২০০ এরও বেশি হ্যাম রেডিও অপারেটর যোগ দিয়েছেন। তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনের এই সম্মেলনে একাধিক অধিবেশন ও কর্মশালার আয়োজন করা হয়েছিল। এরমধ্যে হাম রেডিও সিম্প্লিফাইড- যার মধ্যে রয়েছে হাই ফ্রিকুয়েন্সি ডিএক্সইন (DX ing) এবং অ্যামেচার স্যাটেলাইট যোগাযোগ পদ্ধতি, অপেশাদার বেতার প্রয়োগ প্রণালী সংস্কার ও সরল সঞ্চালন, অপেশাদার রেডিও পরিচালনায় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যুক্ত করা এবং ভূস্থানিক কৃত্রিম উপগ্রহ QO-100-কে কাজে লাগিয়ে কাতার ও ভারতের মধ্যে অপেশাদার উপগ্রহ যোগাযোগের বিষয়ে প্রদর্শন এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া।
অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ এর পক্ষে জনাব কাওসার S21KV আচার্য্য জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আলোকপাত ও বেতার যন্ত্র আবিষ্কার তার অবদান নিয়ে উপস্থাপনা করেন । ARSB অপর সদস্য শামসুল হুদা S21HD মানবিক কার্যক্রমে অপেশাদার বেতার যন্ত্র পরিচালকদের ভূমিকা শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্হাপন করেন।
২৩-২৪ সেপ্টেম্বর ২০২৩ দুদিনের অস্কার কনভেনশনে অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ থেকে মোট ০৮ জন হ্যাম অপারেটর উপস্থিত ছিলেন। তারা হলেন জনাব শামসুল হুদা S21HD, শামসুল আলম তুহিন S21ED, জিল্লুর রহমান S21JR, যুবায়ের বিল্লাল S21BK, ইশরাক বিন শফিক S21BP, পাপ্পু S21PL, দীপ্ত মজুমদার S21HK, ।
অস্কার কনভেনশন -২৩ সমাপনী দিনে ARSB সকল সদস্যদের সন্মাননা স্মারক প্রদান করা হয়

Scroll to Top